অভয়নগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
যশোরের অভয়নগর উপজেলায় ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও সরকারি হাসপাতালের আঙ্গিনা পরিষ্কার করা হয়।
উপজেলা প্রশাসন, অভয়নগর আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, ‘আমাদের উদ্যোগের মাধ্যমে দিবসটিকে বাস্তবধর্মী ও কার্যকরী উপায়ে উদযাপন করতে চেয়েছি। সবার ইতিবাচক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।’
এ আয়োজনের মাধ্যমে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৫জুন/এলএ)
মন্তব্য করুন