গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ট্রেন থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ রেলরুট থেকে ওই ছাত্রের বিকৃত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত রেজাউল করীম জামালপুরের মেলান্দহ সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং স্থানীয় জহির উদ্দিনের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, সোমবার সকালে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে গাছ গাছড়া বেস্টিত ওই এলাকায় রেজাউলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউলের বিকৃত মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, রেজাউলের কাছে গত ৩ জুনের টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রেলের ছাদ থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। নিহতের মাথার পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে।
ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন