মির্জাপুরে হোটেল ও মাংসের দোকানকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ২১:৪৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি ও মাংসে পানি মিশিয়ে ওজন বৃদ্ধির অভিযোগে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া খাবারে ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে একাধিক হোটেল মালিককেও জরিমানা করা হয়।

মঙ্গলবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন এ জরিমানা করেন। এ সময় উপজেলা সেনেটারি ও ভেটেরিনারি সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, উপজেলার সোহাগপাড়া, হাটুভাঙা রোড ও বাজার, বাঁশতৈল ও পাথরঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একাধিক দোকানির কাছ থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন বলেন, রমজান উপলক্ষে ভেজালবিরোধী অভিযান অব্যহত থাকবে।

(ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা