রূপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকা থেকে ঐ যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্বপন মিয়া ময়মনসিং জেলার নান্দাইল থানার বাহাদুরপুর এলাকার মৃত সামছু মিয়ার ছেলে। সে খাদুন এলাকার ফারুক ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মনিরুল ইসলাম জানান, স্বপন মিয়ার পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। তার স্ত্রীর সাথে অভিমান করে রাতের যে কোনো সময় ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেয়।
বুধবার সকালে স্থানীয় লোকজন স্বপনের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন