ভাঙ্গুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেনচা গ্রামে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
শিশুটির দাদা অভিযোগ করে জানান, মঙ্গরবার প্রতিবেশি ফজলু আখন্দ (৭০) আতিয়াকে একা পেয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। অতঃপর গলা কেটে ফেলার ভয় দেখিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। কিন্তু প্রস্রাবে জ্বালা-পোড়া শুরু হওয়ায় ধর্ষিতা তার বাবা-মাকে সব খুলে বলে। ফলে ঘটনার দিন সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাহাদত হোসেন বলেন, প্রাথমিক পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, বুধবার দুপুরে মেয়েটির জবানবন্দি নেয়া হয়েছে এবং ডাক্তারের সাথে কথা বলেছি। আসামিকে সে দাদা বলত। ফজলু মেয়েটিকে ডেকে নিয়ে গিয়ে চাতালের উপর ধষর্ণের চেষ্ঠা করে এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন