কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ২২:০১
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর মো. সিদ্দিক উকিল-নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের জেলা বরিশালের মুলাদী উপজেলার সখিপুর ইউনিয়নের চড়পর্দা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার জনারদন্দি গ্রামের এছাহাক উকিলের ছেলে সিদ্দিক উকিল একটি বিশেষ কাজে গত ২৪ মে সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে রয়েছেন।

তাকে অনেক খোঁজার পরে কালকিনি পুলিশ বৃহস্পতিবার খবর পেয়ে নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

কালকিনি থানার উপপরিদর্শক মো. জসিমউদ্দিন বলেন, সিদ্দিকের লাশ স্থানীয় লোকজন নদীতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে।

(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা