চালকবিহীন গাড়ি আনছে হোন্ডা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১৪:০৯
অ- অ+

এবার চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ঘোষণা দিল জাপানের অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন। গত বৃস্পতিবার এক বিবৃতিতে হোন্ডা

জানায়, প্রতিষ্ঠানটি চালকবিহীন গাড়ি উৎপাদনে যাচ্ছে। ২০১৫ সাল নাগাদ এই গাড়ি সড়কে নামবো।

সম্প্রতি হোন্ডা মিড-টার্ম ভিশন ২০৩০ প্রকাশ করে। এই ভিশনেই চালকবিহীন গাড়ি উৎপাদনের কথা বলা হয়। এই ভিশনে হোন্ডা উল্লেখ করে, চালকবিহীন গাড়ি

উৎপাদনের প্রয়োজনীয় স্টাটের্জি নিরূপণ, কর্ম কৌশল ও সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানটি গবেষণা শেষে উৎপাদনে যাবে।

এর আগে গত বছর হোন্ডা তাদের প্রথম ইলেকট্রিক কার উৎপাদন করে। কার্বণ নির্গমন কমানোর অংশ হিসেবে হোন্ডা এই গাড়ি উৎপাদনে যায়।

(ঢাকাটাইমস/১০জুন/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাঁকুরগাঁওয়ে সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির
আউটসোর্সিং পদে নিয়োগ ঝুলে থাকা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হট্টগোল
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা