চৌহালীতে নদীতে নেমে শিশু নিখোঁজ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসলে নেমে পারভেজ উদ্দিন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার বিকেল চারটার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের আজিমুদ্দির মোড় এলাকার যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার পশ্চিম খাষকাউলিয়া গ্রামের ছোহরাব উদ্দিনের ছেলে।
খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে আজিমুদ্দির মোড় এলাকার একটি ঘাটে পারভেজ ও তার ছোট ভাই গোসল করার জন্য যমুনা নদীতে নামে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। শিশুটি সাঁতার কাটতে গিয়ে ওই স্রোতে মধ্যে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়েছে। খবর পেয়ে নদী পাড়ে হাজারো উৎসুক জনতার ভিড় জমেছে।
(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন