কলাপাড়ায় আড়াই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২১:৪২
অ- অ+

ডিবি ও কলাপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মুসলীমপাড়া এলাকা থেকে দুই হাজার ৩০৪ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ইয়াবা বিক্রেতা ফিরোজ আলমের বাসায় অভিযান চালিয়ে ৪৮টি পলিব্যাগে থাকা ইয়াবাসহ ফিরোজ আলম, মোহাম্মদ আলী, আপেল বড়ুয়া ও দিলদার মিয়াকে গ্রেপ্তার করে। পরে গভীর রাতে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাড়ি থেকে আলম হাওলাদারকেও গ্রেপ্তার করে।

এ ঘটনায় ডিবি পুলিশ সাতজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করে।

গ্রেপ্তারদের মধ্যে দিলদার মিয়া, আপেল বড়ুয়া, মোহাম্মদ আলীর বাড়ি কক্সবাজারের উখিয়া থানায়। অন্যান্যদের বাড়ি কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে।

আভিযান শেষে পটুয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন বলেন, কলাপাড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে আমাদের একটি টিম কাজ করছে। গোপন সংবাদে ইয়াবাসহ বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়। এদের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কলাপাড়া থানার ওসি জি.এম. শাহনেওয়াজ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে সৌদি প্রবাসীরা পাবেন এমআরপি পাসপোর্ট
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, চার দিনের সফরসূচিতে যা রয়েছে
বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস উদ্বোধন
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে কমেছে আমদানি, অলস বসে শ্রমিকরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা