মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন থেকে দুবাই প্রবাসীর স্ত্রী নুরেছা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে আটঘর গ্রাম থেকে উদ্ধার করা হয়।
নুরেছা বেগম নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের দুবাই প্রবাসী শামিম মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, নুরেছার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর একপর্যায়ে নুরেছা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ কক্ষে ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো. মহসীন ভূইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন