কুড়িগ্রামে ভারতীয় আটটি গরু আটক করেছে বিজিবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত থেকে আটটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
সোমবার ভোররাতে বালারহাট বিওপির হাবিলদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে বালারহাট সীমান্তের পুর্ব ছাট গোপালপুর এলাকা থেকে এসব গরু আটক করে।
বিজিবি জানায়, টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৮০ এর ৮ এস হতে ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্বছাটগোপালপুর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় দুইজন লোক পাঁয়ে হেঁটে আটটি গরু নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরু ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে আটটি ভারতীয় বলদ গরু আটক করে করেছে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ বলেন, আটককৃত গরু কাস্টমসের প্রতিনিধির উপস্থিতিতে নিলাম করা হবে।
(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন