মাদক বিক্রি: ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ২০:৩১
অ- অ+

ঢাকার সাভারে ইয়াবা বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদকে বহিষ্কার করেছে সংগঠনটি।

রবিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জসিম উদ্দিনকে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ইয়াবা বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর বাজার থেকে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে গাজীপুর ডিবি পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
জামিন নামঞ্জুর, কারাগারে মিষ্টি সুভাষসহ দুইজন
নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক আতাউর
বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা