দেশে তিন লাখ ২৮ হাজার পদ শূন্য
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে দেশে তিন লাখ ২৮ হাজার ৩১১টি শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে এক লাখ ৪৮ হাজার ৮১৯টি।
মন্ত্রী বলেন, জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।
(ঢাকাটাইমস/১৩জুন/জেবি)
মন্তব্য করুন