চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০
চাঁপাইনবাবগঞ্জে একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির অফিসে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে শহরের আরামবাগ এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন খবরে পুলিশ শহরের আরামবাগ এলাকার আপনজন মার্কেটিংয়ের অফিসে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩০ জনকে আটক করা হয়।
তিনি জানান, আটক ৩০ জনই জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়।
তবে তাদের ব্যাপারে আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন