ফিরে আসছে সেই নোট ৭
২০১৭ সালে স্যামসাংয়ের নোট ৭ কেলেঙ্কারির কথা অনেকেরই জানা। ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় ফোনটি বাজারে থেকে তুলে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। এমনটি বিমানেও এই ফোনটি বহন নিষিদ্ধ করা হয়। বছর ঘুরতে না ঘুরতেই সেই ফোনটি আবার ফিরে আসছে। তবে নোট ৭ নামে নয়। এটি এখন মিলবে নোট এফই নামে। স্যামসাং বাজার থেকে তুলে নেয়া নোট ৭ রিফার্বিস করে পুনরায় বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।
তথ্যপ্রযুক্তি সংবাদ প্রচারকারী ওয়েবসাইটগুলো জানিয়েছে রিফার্বিস নোট ৭ যেটি এখন এফই নামে পরিচিত সেই ডিভাইসটি জুলাই মাসের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে।
নোট ৭ এর রিফার্বিস ফোনটিকে বলা হচ্ছে ফ্যান এডিশন। নোট ৭ এর চেয়ে নতুন ফোনটি কিছু কমে কেনা যাবে।
স্যামসাং এফই ফোনটিতে নোট ৭ এর চেয়ে ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা কমানো হয়েছে। নোট ৭ এর ব্যাটারি ছিল ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। অন্যদিকে এফইতে থাকবে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
নতুন ফোনটিতে স্যামসাংয়ের ভয়েস অ্যাসিসট্যান্ট বিক্সবি থাকবে।
নোট ৭ এর অন্যান্য কনফিগারেশন এতে ঠিকই থাকছে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এজেড)
মন্তব্য করুন