খুলনায় দুই সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবি
খুলনার সময়ের খবর পত্রিকার সম্পাদক কাজী মোতাহার রহমান ও সাংবাদিক সোহাগ দেওয়ানের বিরুদ্ধে খুলনার সিএমএম আদালত থেকে সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদশে সড়ক পরিবহন শ্রমিকলীগের খুলনা মহানগর নেতৃবৃন্দ এ দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।
প্রশাসনের কাছে অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন- খুলনা মহানগর সভাপতি নিখিল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন সোহেল, কার্যকরী সভাপতি কুদরত ই রাব্বী হীরা, সহসভাপতি আলাউদ্দিন খোকন, যুগ্ম সম্পাদক এস এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক খান প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫জুন/এসএএইচ/এলএ)
মন্তব্য করুন