ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১৩:৪৮
অ- অ+

গাজীপুরের চন্দ্রা ও আশেপাশের এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের ফোর লেন উন্নয়নের কাজ ও বৃষ্টিতে মহাসড়কের বিভিন স্থানে পানি জমে থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন ওই রুটের হাজার হাজার যাত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, জিরানী বাজার এলাকায় গাড়ি বিকল এবং কালিয়াকৈরের বংশাই ব্রিজে কাজ চলমান থাকায় ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরইমধ্যে সকালে বৃষ্টি শুরু হলে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এ যানজট আরও তীব্র হয়। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও কোনাবাড়ি এলাকাকে কেন্দ্র করে টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে খানাখন্দ ও বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যানবাহন চলছে মন্থর গতিতে। এতে ওই সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। তবে হাইওয়ে পুলিশের দাবি, যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা।

(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা