দাবানলের আগুনে পুর্তগালে নিহত ২৫
পুর্তগালের কেন্দ্রীয় অঞ্চলের বনে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা।দাবানলের ঘটনায় আরো আন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী।
পর্তুগাল সরকার জানাচ্ছে, কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলায় বনে আগুন লাগার পর গাড়ি দিয়ে পালানোর সময় দাবানলের কবলে পড়ে অনেকেই মারা যান।
প্রধানমন্ত্রী আন্তোনি কস্তা বলেন, "ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।"
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, নিহতদের মধ্যে ১৬ জন তাদের গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় আগুনে পুরে মারা যান। তিনজনের মৃত্যু হয়েছে ধোয়ায় দম বন্ধ হয়ে। চারদিক থেকে ভয়াবহভাবে আগুনের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে।
বনে কী কারণে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি। বনের আগুন ছড়িয়ে পড়ার কারণে অনেক ঘরবাড়িও পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে বিমান থেকে পানি নিক্ষেপযোগ্য দুইটি বিমান পাঠিয়েছে স্পেন।
(ঢাকাটাইমস/১৮জুন/জেএস)
মন্তব্য করুন