মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া ও আড়পাড়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদদৌলা ঢাকাটাইমসকে জানান, রবিবার ভোর ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আফসার উদ্দিন ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া ভোরের দিকে একই উপজেলার পাটুরিয়া সড়কের আড়পাড়া নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ওই ট্রাকের চালক সবুজ মিয়া মারা যান।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন