‘সরকারের ব্যর্থতা ঢাকতে ফখরুলের গাড়িবহরে হামলা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৮:২২
অ- অ+

পার্বত্য এলাকায় পাহাড় ধসের ঘটনায় সরকারের ব্যর্থতা ঢাকতেই বিএনপির গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সমর্থক বুদ্ধিজীবীদের সংগঠন শত নাগরিক কমিটি। একে গণতন্ত্র ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা বলেও মন্তব্য করেছেন তারা।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তারা। বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলামের মত এমন সজ্জন রাজনীতিবিদের ওপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।

রবিবার সকালে রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন নেতারা। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছে দলটি।

এর প্রতিবাদে সোমবার রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা সদরে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক টুইট বার্তায় বলেছেন, ‘এই হামলার পরিণাম শুভ হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই হামলাকে অন্যায় বলেছেন। এই ঘটনায় জড়িতদেরকে খুঁজে বের করার কথাও বলেছেন তিনি।

বিএনপিপন্থি বুদ্ধিজীবীদের সংগঠন শত নাগরিক কমিটি বলেছে, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ত্রাণবাহী বহরে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’

অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে শত নাগরিক কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, আনোয়ারউল্লাহ চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী, মাহবুব উল্লাহ, আসাফউদ্দৌলাহ, শওকত মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, মাহফুজ উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার প্রমুখ এই বিবৃতিতে সই করেন

ঢাকাটাইমস/১৮জুন/ডব্লিউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সদরপুরে ইউএনও’কে স্বপদে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
লন্ডন থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল
‘স্নোটেক্স’ গ্রুপের ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্টের আয়োজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা