রানাতুঙ্গাকে ‘প্রমাণ’ দিতে বললেন গম্ভীর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১২:৫১ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১২:৪৬
ফাইল ছবি

২০১১ বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে সাঙ্গাকারার শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জেতে ধোনির ভারত। একদিন আগে শ্রীলঙ্কার বিশ্বজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা অভিযোগ করেছেন, ওই বিশ্বকাপের ফাইনাল গড়াপেটা হয়েছে।

এবার রানাতু্ঙ্গাকে ‘প্রমাণ’ দিতে বললেন গৌতম গম্ভীর। ‘আম অর্জুনা রানাতুঙ্গার এমন অভিযোগে অবাক হয়েছি। এটি রানাতুঙ্গার মতো একজন সম্মানিত ব্যক্তিত্বের কাছ থেকে আসা করা যায় না। আমার মনে হয়, পুরো বিষয়টা পরিষ্কার করার জন্য রানাতুঙ্গার উচিত যথাযথ প্রমাণ তুলে ধরা।’

রানাতুঙ্গার অভিযোগটি এমন, ‘সাঙ্গাকারা ২০০৯ সালের ঘটনা নিয়ে তদন্ত চেয়েছেন। আমার মনে হয়, ২০১১ সালের ফাইনালে কী হয়েছিল তার তদন্ত করে দেখা উচিত। ফিটনেসের ওপর নজর দেওয়ার থেকে ক্রীড়া মন্ত্রীর উচিত বিষয়টি নিয়ে ভাবা।’

সেই ম্যাচে ২৭৪ তোলে শ্রীলঙ্কা। গৌতম গম্ভীরের ৯৭ এবং ধোনির ৯১ রানের সুবাদে ম্যাচ জেতে ভারত। রানাতুঙ্গা সেই ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্সে ছিলেন। রানাতুঙ্গা এখন শ্রীলঙ্কার মন্ত্রী। কলম্বোয় তিনি বলেছেন, ‘আমি বলব না সেদিন কী হয়েছিল। কিন্তু কোনোদিন সত্যিটা জানাব। আমার মনে হয় তা নিয়ে তদন্ত করা উচিত।’

(ঢাকাটাইমস/১৫ জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :