ইসলামের নামে সন্ত্রাসবাদকে রুখে দিন: খালিদ

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১৯:১৯

শান্তি ও কল্যাণের ধর্ম ইসলামকে ব্যবহার করে কেউ সন্ত্রাস ও জঙ্গিবাদ করলে তাদের রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কামিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। আওয়ামী লীগ সরকার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় দেশ পরিচালনা করছে।

খালিদ বলেন, একটি শ্রেণি ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের রুখে দিতে হবে। ইসলাম কল্যাণের ধর্ম, শান্তির ধর্ম। মহানবী শান্তি ও কল্যাণের জন্যই ইসলাম প্রচার করেছেন। বিন লাদেনকে ইসলামের নামে সামনে আনা যাবে না। আল বেরুনির মত বিদগ্ধ লোকজনও ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন। এসময় তিনি শিক্ষাখাতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।

বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচির কথা তুলে ধরে খালিদ বলেন, নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। ইসলাম মানব ধর্ম। অথচ বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে শত শত মানুষ হত্যা করেছে। যানবাহন ভাঙচুর করেছে। সরকারি সম্পদ নষ্ট করেছে। এভাবে সম্পদ বিনষ্ট করাও ইসলামের পরিপন্থী। তিনি শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

পরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খালিদ মাহমুদ চৌধুরী।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলাব্রত কর্মকার, মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী, সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুর আলম প্রমুখ। পরে আরেক অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার ১১টি পাকা রাস্তার উদ্বোধন করেন।

ঢাকাটাইমস/২০জুলাই/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :