নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৪, ১৬:০৮| আপডেট : ১১ মে ২০২৪, ১৬:৫৫
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর নয়াপল্টনে হোটেল মিডওয়ের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সানি নামে একজন পথশিশু আহত হয়েছে। আহত পথশিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি জানিয়ে পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান, পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতরে থাকা ককটেল বিস্ফোরণে সানি নামে ওই পথশিশু আহত হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

আহত সানি জানায়, তার বাবার নাম টিটু মিয়া। কাকরাইল এলাকায় থাকে সে। বিভিন্ন ভাঙারি জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে। আজ দুপুরে ভাঙারি কুড়ানোর সময় সে একটি পরিত্যক্ত ব্যাগ পায়। সেটিতে ককটেল ছিল। হাত দিয়ে ধরে সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার দুই হাত ও দুই পায়ে আঘাত লাগে।

(ঢাকাটাইমস/১১মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা