সখীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়চওনা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আজাহারুল ইসলাম উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করা মামলায় ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

মন্তব্য করুন