২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৬:৪৬
অ- অ+

১৯ দিন স্থগিত রাখার পর ২১ মে থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে দেশের সবচেয়ে পুরোনো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। একই সঙ্গে টিকিটে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আগামী বুধবার থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছি।’

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসাবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সাময়িক এ বিরতির সময় আমরা আমাদের সম্মানিত যাত্রীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন এবং উৎসাহ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা সবসময় উন্নত যাত্রী পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করার সময় - NOVOAIR প্রোমো কোড ব্যবহার করে ১৫ শতাংশ ছাড়ের সুযোগ নিতে পারবেন।

এখন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয় অফিস এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

এর আগে, গত ২ মে বিমান সংস্থাটি তার পাঁচটি বিমান বিক্রয়ের পরিকল্পনা জানিয়ে সাময়িকভাবে তার কার্যক্রম স্থগিত করে।

(ঢাকাটাইমস/১৫মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা