৪৮ বছরেও পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৬:০২| আপডেট : ১৫ মে ২০২৫, ১৬:১৪
অ- অ+

প্রগতিশীল জাতীয়তাবাদী দল—পিএনপির চেয়ারম্যন ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের ৪৮ বছরেও ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ভারত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার জন্য অন্যায়ভাবে ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ১৬ মে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিটন বলেন, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার ভারতীয় কুদৃষ্টির বিরুদ্ধে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।

লিটন আরও বলেন, ফারাক্কা অবরুদ্ধ বাংলাদেশের জীবন রেখা পদ্মা নদীকে অবমুক্ত করার সুমহান নেতৃত্বে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ। সে সময় তিনি মানুষের নেতা হিসেবে সাধারণ মানুষকে ডাক দিয়ে বলেছিলেন শিশুর যেমন মায়ের দুধের অধিকার, পানির ওপর তোমাদের অধিকার। তোমরা জাগ্রত হও, তোমাদের প্রকৃতি প্রদত্ত শাশ্বত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও।

ভারতীয় আগ্রাসন গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্তে ফেলানিসহ নিরীহ নাগরিক হত্যা বাংলাদেশের ওপর নগ্ন হস্তক্ষেপে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার জন্য বর্তমান সরকারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে চিকিৎসায় বাধা দান করে কৌশলে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে জামায়াত নিষিদ্ধ করে রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ায় গণদীক্ষিত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন দলের মহাসচিব আহমেদুর রহমান, যুগ্ম মহাসচিব টিএম কামরুল হাসান হৃদয়, জিয়াউর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক হাজী মোহাম্মদ নুরনবী, শ্রম বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেলিম, কেন্দ্রীয় নেতা মো. দেলোয়ার হোসেন, মো. মামুনুর রশিদ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৫মে/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল, কড়া হুঁশিয়ারি ইইউর
কলম্বোতে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরেছেন মিরাজ
গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ৮৬ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা