চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি: নারায়ণগঞ্জ বিএনপির সেই নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৫:৫০| আপডেট : ১৫ মে ২০২৫, ১৬:০০
অ- অ+

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে থাইল্যান্ড পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।

বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

আটককৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে আজ সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।’

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার’ হুমকির একটি অডিও ভাইরাল হয়, যেখানে রিয়াদ চৌধুরীকে নারায়ণগঞ্জের ব্যবসায়ী আজাদ হোসেনকে হুমকি দিতে শোনা যায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে তিনি পালানোর চেষ্টা করছিলেন। তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তাকে আদালতে পাঠানো হবে।’

(ঢাকাটাইমস/১৫মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা