আসিফ-লোপার ‘আত্মাসঙ্গী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ২১:৩৭

সঙ্গীত শিল্পী ও সংবাদ উপস্থাপক লোপা হোসাইনের তৃতীয় অ্যালবাম ‘আত্মাসঙ্গী’র টাইটেল গানে তার সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন লোপার স্বামী সীরাজুম মুনির। সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘অসাধারণ একটি মেলোডি ঘরানার গান হয়েছে। বহুদিন ডুয়েট গান এমন সুরে পাইনি। লোপার গান ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় শুনেছি। ভালো গায়ও। গানটিও ভালো গেয়েছে। আশা করি শ্রোতারা গানটি বেশ আগ্রহ নিয়েই শুনবেন।’

লোপা বলেন, ‘‘আমার ‘আত্মাসঙ্গী’ সীরাজুম মুনির। তিনি অ্যালবামের সব গান লিখেছেন ও সুর করেছেন। আর অনেকদিন ধরেই আসিফ ভাইয়ার সঙ্গে গাইবার ইচ্ছা মনে পোষণ করছিলাম। অতঃপর সেই ইচ্ছা পূরণ হলো আমার। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে তার ‘কণ্ঠসঙ্গী’ হতে পেরে।’

তিনি বলেন, ‘আত্মাসঙ্গী’ গানটির একটি এক্সক্লুসিভ মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা চলছে এখন। ৫ আগস্ট আমাদের (লোপা-মুনির) বিয়ে বার্ষিকী। তাই এদিনই আমরা অ্যালবামটি উপহার দিতে চাই সবাইকে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লোপার প্রথম অ্যালবাম ‘আড়ি’ এবং ২০১৩ সালে ‘আশার ভেলা’ মুক্তি পায়।

(ঢাকাটাইমস/২৩জুলাই/বিইউ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :