যেখানেই শিবির, সেখানেই শক্ত প্রতিরোধ: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৮:২৬
ফাইল ছবি

সিলেটের জালালাবাদ কলেজ ছাত্রলীগ নেতা শাহিনের ওপর শিবিরের হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্টে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শিবির প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুকের ফেরিভাইট পেজে পলক লেখেন, সিলেটের জালালাবাদ কলেজ ছাত্রলীগ নেতা শাহিনের ওপর শিবির ক্যাডাররা যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসে মৃত্যুঞ্জয়ী এক নাম। বারবার এই বাংলার রাজপথ ছাত্রলীগের রক্তে রঞ্জিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের সন্তান এবং একজন সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-শিবিরের নৃশংসতা এবং বর্বরতা সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা আছে। ২০০১-০৬ সাল পর্যন্ত এই শিবিরের দায়ের করা মিথ্যা মামলায় আমাকে কারাবরণ করতে হয়েছে। ১৯৯১ সালে আমার নির্বাচনী এলাকায় জামাতের এম.পি. ছিল। সেই সময় তাদের নির্মমতা, নৃশংসতা আমরা খুব কাছে থেকে দেখেছি। পার্শ্ববর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বারবার এই শিবিরের বর্বরতার শিকার হয়েছে আমার ছাত্রলীগেরা ভাইয়েরা। ফারুক, তুহিন, তাকিম, বাদশাহসহ সারাদেশে ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে শিবিরের নৃশংস হামলায়।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু ছাত্রলীগই নয়, অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাজনীতির পক্ষে যারাই আওয়াজ তুলেছেন- তাঁরাই শিবিরের নৃশংসতার শিকার হয়েছেন। এই হায়েনার দল আর কত রক্ত ঝরাবে এই বাংলার মাটিতে?

এই স্বাধীনতাবিরোধী চরম সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।’

পলক বলেন, আর কোনো শাহিনের রক্ত দেখতে চাই না। আসুন, ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেই। যেখানেই শিবির, সেখানেই শক্ত প্রতিরোধ গড়ে তুলুন।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক বাবলা

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :