রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৬:১১

রাজধানীর যাত্রাবাড়ী ও বংশাল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক যুবক মারা গেছেন। তারা হলেন মো. রিপন (২০) ও মাঈনুল ইসলাম (৮২)।

রবিবার সকালে ও দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

রাজধানীর যাত্রবাড়ী কাজলা ব্রিজের নিচে পিক্যাপভ্যানের ধাক্কায় রিপন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রিপনের সহকর্মী রুমেল ঢাকাটাইমসকে বলেন, বেলা ১১টার দিকে কাজলা ব্রিজের নিচে পিক্যাপ ভ্যানের ধাক্কায় রিপন গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে রিপনের মৃত্যু হয়।

নিহত রিপন রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে একটি মেসে থাকতেন। তিনি যাত্রাবাড়ী কাঁচামালের সাহাবুদ্দিনের আড়তের কর্মচারী ছিলেন। তার অন্য কোনো পরিচয় জানা যায়নি।

অপরদিকে রাজধানীর বংশাল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মাঈনুল ইসলাম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের ভাগিনা মো. ইমরান হোসেন ঢাকাটাইমসকে বলেন, আজ ভোরে মামা হাঁটতে বের হন। এ সময় বংশালের নবাব কাটরা এলাকায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আনা হয়। ভোর সোয়া ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাঈনুলকে মৃত ঘোষণা করেন।

নিহত মাঈনুল ইসলাম পুরান ঢাকার কোতওয়ালী থানার বিকে গাঙ্গুলি সড়কের ১৫ নম্বর বাড়ির মৃত আলী আহমেদের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। (ঢাকাটাইমস/২০আগস্ট/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :