১১ মাস পর ইমরুলের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৬ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৭

সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে ইংলিশদের বিপক্ষে ৭৮ রানের ইনিংসে খেলেন ইমরুল কায়েস। তারপর আর ৫০’র ঘরে যাওয়া হয়নি ইমরুলের। মাঝের ১১ মাসে খেলেছেন আরও আট টেস্ট। কিন্তু কোনো ম্যাচেই ফিফটির কাছে-ধারেও যেতে পারেননি এই টাইগার ব্যাটসম্যান। অবশেষে ওপেনিংয়ে নেমে পেলেন ফিফটি। তবে মূল মঞ্চে নয়, প্রস্তুতিতে।

বেনোনিতে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেছেন ইমরুল। ৫৪ বলে ৭ চার ১ ছয়ে ইমরুল তার অর্ধশতক হাঁকিয়েছেন। প্রথম ইনিংসেও খুব একটা খারাপ করেননি তিনি। খেলেন ৩৪ রানের ইনিংস।

আজ শেষ দিনের ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ইমরুল। প্রথম ইনিংসে ৬৮ রান করা মুমিনুল আজ ফিরেছেন ৩৩ করে। দলনেতা মুশফিকও ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নিয়েছেন মুশি।

তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু বাংলাদেশ-সাউথ আফ্রিকা লড়াই। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। প্রায় নয় বছর পর সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। প্রথম টেস্টের পর অক্টোবর (৬ থেকে ১০) দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

এরপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :