‘পুঁজিবাজার ব্যবহার করেই উন্নত দেশ হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ০০:০৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন বা বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার পথে ক্রমাগতই এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে নিকটে নিয়ে আসতে পুঁজিবাজার ব্যবহার করতে হবে।

বিশ্ব বিনিয়োগ সপ্তাহ–২০১৭ উপলক্ষ্যে মঙ্গলবার রাতে দি ইন্সটিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)–র প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

খায়রুল হোসেন বলেন, ‘পুঁজিবাজার এমন একটি প্রক্রিয়া এতে ওঠানামা থাকবে। এ বাজারে ঝুঁকি নিয়েই বিনিয়োগ করতে হবে। আর ঝুঁকি নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। জেনে বুঝে বিনিয়োগ করতে হবে।’

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান।

তিনি বলেন, ‘পুঁজিবাজারে নিয়োগ করার আগে এটা নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং যারা বোঝে তাদের মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে আপনার প্রভাবিলিটি অব লস কমে আসবে। এটা একটা জার্নি। একদিনে বুঝে ফেলবেন এবং লাভবান হবেন এমনটা ভাবা ঠিক নয়।’

সেমিনারে সভাপতিত্ব করেন আইসিএমএবি সভাপতি জামাল আহমেদ চৌধুরী। সমাপনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/ঢাকাটাইমস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

সেবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসি’র মতবিনিময় সভা

টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে দেশ: শিল্পমন্ত্রী

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

এনআরবি ব্যাংক এবং এ এম জেড হাসপাতালের মধ্যে চুক্তি 

সোশ্যাল ইসলামী ব্যাংকের ফুটবল টিমের জার্সি উন্মোচন

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

এই বিভাগের সব খবর

শিরোনাম :