বিপিএলে আলো ছড়াচ্ছেন পেসার রনি-রাহি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:৪৩ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ২১:৩৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে যারা নজর রাখছেন তারা নিশ্চয়ই জানেন যে টুর্নামেন্টে পারফরম্যান্সের দিক থেকে বিদেশি খেলোয়াড়রাই এগিয়ে থাকছে। ব্যাটিংয়ে এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাটসম্যান বিদেশি। বোলিংয়েও সেরা পাঁচে তিনজন বিদেশি।

তবে, বোলিংয়ে এক ও দুই নম্বর অবস্থান দখল করে আছেন দুই বাংলাদেশি। কিন্তু তারা তারকা কোনও ক্রিকেটার নন। তরুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেট খেলেন। তারা হলেন আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহি। ২০১৫ সালে অনুষ্ঠিত বিপিএলে আবু হায়দার রনি সবার নজর কাড়লেও আবু জায়েদ রাহি এর আগে তেমন আলোচনায় আসেননি।

ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন আবু হায়দার রনি। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে সাতটি উইকেট নিয়ে সেরা উইকেটশিকারিদের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছেন তিনি। তারা বোলিং ইকোনোমি রেট ৭.৩৫। বেস্ট বোলিং ফিগার ৩/১৩। বোলিং গড় ১৪.৭১।

অন্যদিকে, খুলনা টাইটান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন আবু জায়েদ রাহি। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে সাতটি উইকেট নিয়ে সেরা উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। রাহির বোলিং ইকোনোমি রেট ৮.৫৩। বেস্ট বোলিং ফিগার ৪/৩৫। বোলিং গড় ১৮.২৮।

বিপিএলে ২০১৫ সালের আসরে দ্বিতীয় সেরা উইকেটশিকারি বোলার ছিলেন আবু হায়দার রনি। সেবার তিনি খেলেছিলেন কুমিল্লা ভিক্টোয়িরান্সের হয়ে। ১২টি ম্যাচ খেলে রনি নিয়েছিলেন ২১টি উইকেট। ওই আসরে রনির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল।

২০১৬ সালের আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন আবু হায়দার রনি। কিন্তু গতবছর তিনি ভালো কিছু করতে পারেননি। সাত ম্যাচ খেলে নিয়েছিলেন চারটি উইকেট। গত বছর আবু জায়েদ রাহি খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। আট ম্যাচ খেলে নয়টি ‍উইকেট শিকার করেছিলেন তিনি।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :