মানুসির সাফল্যে বদলালো পুরুষতান্ত্রিক নীতিও

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:১৯ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:১০

শুধু ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ এর খেতাব অর্জনই নয়, আরো একটা দিক থেকে উল্লেখ্যযোগ্য সাফল্য পেয়েছেন ভারতের হরিয়ানার মেয়ে মানুসি চিল্লার। তার বিশ্বজয় বদলে দিয়েছে হরিয়ানার খাপ পঞ্চায়েতকেও।

ঘরের মেয়ে মানুসির সাফল্যে অনুপ্রাণিত হয়ে গোঁড়া পুরুষতান্ত্রিক নিয়ম-নীতি ঝেঁড়ে ফেলেছে হরিয়ানার বামডোলি গ্রামের খাপ পঞ্চায়েত। বেশ কয়েকটি উদারমনস্ক ঘোষণা করেছে তারা। এমনকি, অন্যদের মতো বিশ্বজয়ী মানুসি চিল্লারকে সংবর্ধনা দেয়ার ঘোষণাও করেছে খাপ পঞ্চায়েত।

মিস ওয়ার্ল্ড মানুসি চিল্লারের পূর্বপুরুষের গ্রাম হরিয়ানার বামডোলি। এখানকার বাসিন্দারা গোঁড়া নিয়মকানুন ত্যাগ করেই ঘরের মেয়ের সাফল্যকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০ বছরের ডাক্তারি ছাত্রী মানুসি চীনে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পরই বামডোলির আশেপাশের ১১টি গ্রাম নিয়ে চিল্লার-ছিকারা খাপ বিয়ের অনুষ্ঠানে গুলি চালানোর প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখনও হরিয়ানার বিভিন্ন গ্রামে বিয়ের অনুষ্ঠানে গুলি চালানোর রেওয়াজ রয়েছে। যার ফলে, মাঝেমধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। ঘটে প্রাণহানির মতো ঘটনাও।

বিয়ের মতো আনন্দের অনুষ্ঠানে এভাবে দুর্ঘটনা এড়াতে গুলি চালানো নিষিদ্ধ করেছে খাপ পঞ্চায়েত। এছাড়া ওই ১১টি গ্রামে বিয়ের অনুষ্ঠানে বিকট শব্দে ডিজে মিউজিক বাজানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হরিয়ানার কাহনোদ গ্রামের গুলাব সিং ছিকারা জানিয়েছেন, ‘সারা বিশ্বের নজর এখন আমাদের দিকে। তাই কিছু সামাজিক পরিবর্তন আনা জরুরি। বিয়েতে, বিশেষ করে মেয়ের পরিবারের যে একটা বিরাট খরচ হয়, তাতে রাশ টানতে চাইছি আমরা।’

উল্লেখ্য, চীনে আয়োজিত ‘৬৭তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন ভারতের হরিয়ানার মেয়ে মানুসি চিল্লার। সেখান থেকে শনিবার মধ্যরাতে দেশে ফিরেছেন তিনি। রাত ১টার দিকে মানুসিকে বহনকারী বিমানটি মুম্বাই বিমানবন্দরে এসে পৌছায়। আজ রবিবার ২৬/১১ সন্ত্রাসের নবম বর্ষপূর্তিতে মুম্বাই পুলিশের অনুষ্ঠানে বম্বে জিমখানায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

ঢাকাটাইমস/২৬নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :