মির্জাপুরে চারটি ড্রেজার ও পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:১৯

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারটি ড্রেজার মেশিন ও এক কিলোমিটারের অধিক পাইপলাইন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ।

বুধবার বিকেলে উপজেলার বংশাই নদীর ফতেপুর বাজার সংলগ্ন ও হিলরা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর হোসেন সোহাগ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে হিলরা গ্রামের খন্দকার এনামূল হাসান নাদিম (৩৬) ও থলপাড়া গ্রামের আব্দুল কদ্দুছ খান নামে দুই ড্রেজার ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

জানা গেছে, উপজেলার ফতেপুর ও থলপাড়া গ্রামের চিহ্নিত কয়েকজন বালু লুটেরারা দীর্ঘদিন ধরে বংশাই নদীর ফতেপুর ইউনিয়নের বাজার সংলগ্ন, হিলরা বাজার এলাকাসহ একাধিক স্থানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে নদী তীরবর্তী বসতবাড়ি, ধর্মীয় উপাসনালয়, বাজার ও আবাদি জমি ভেঙে নদীগর্ভে চলে গেছে। আজও বালু উত্তোলন চলছিল।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন সোহাগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে বংশাই নদীর ফতেপুর বাজার সংলগ্ন ও হিলরা বাজার এলাকা থেকে চারটি ড্রেজার মেশিন ও এক কিলোমিটারের বেশি পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় ওই দুই বালু লুটেরাকে আটক করে তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন সোহাগ বলেন, ড্রেজিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। তিনি অবৈধ বালু লুটেরাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সকলে সাহায্য করার জন্য অনুরোধ জানান।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

টিকটকে পরিচয়-প্রেম, অতঃপর কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যে কথা বলায় এমভি আব্দুল্লাহ’র নাবিকদের কিছু করেনি জলদস্যুরা

উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ায় হত্যা মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা

রোহিঙ্গাদের জন্য ইরানের খাদ্য সহায়তা

শেরপুরে এক হাজার ২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ গ্রেপ্তার ১

উপজেলা নির্বাচন: ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

মাগুরায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ত্রিভুজ প্রেমের জেরে কলেজছাত্র খুন, যুবকের যাবজ্জীবন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :