সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৮, ১৩:১৬
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ‘সুচিকিৎসার’ দাবিতে এবং জামিনের আদেশ স্থগিতের প্রতিবাদে সমাবেশের অনমুতি না পেয়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। রবিবার ঢাকা মহানগরীর থানায় থানায় এই বিক্ষোভ করবে তারা।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি শনিবার রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেয়ায় কর্মসূচি পাল্টানোর কথা জানান বিএনপি নেতা। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভে অংশ নেয়ারও আহ্বান জানান তিনি।

গত ২ জুলাই বিএনপি এই সমাবেশের ডাক দিয়েছিল। সেদিন তারা ৫ জুলাই বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং ৯ জুলাই সোমবার ঢাকায় প্রতীকী অনশন কর্মসূচি করার কথা জানায়।

তবে ৫ জুলাই বৃহস্পতিবার সমাবেশ করতে না পেরে শনিবার সমাবেশের ডাক দেয়া হয়। আর একদিন পরেই নতুন কর্মসূচির ঘোষণা হলো।

রিজভী জানান, তারা যে সমাবেশ করতে চেয়েছিলেন, পুলিশ তার অনুমতি –খনও দেয়নি, এ কারণে তারা কর্মসূচি আবার পাল্টাতে বাধ্য হয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড পাওয়ার পর থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। আর তার মুক্তির দাবিতে শুরুতে বিএনপি টানা নানা কর্মসূচি নিলেও ইদানীং এতে ভাটা পড়েছে।

দণ্ড হওয়া মামলাটিতে আপিল করার পর জামিন পেলেও খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আর এর মধ্যে ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলার ঘটনায় করা একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন সম্প্রতি স্থগিত হয়েছে আপিল বিভাগে।

বিএনপি অভিযোগ করছে, সরকারের প্রভাবের কারণে আপিল বিভাগে এই আদেশ দিয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :