আটক নেই ব্লক রেইডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১০:৪৬ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১০:৪০

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশপাশ এলাকায় প্রায় চার ঘণ্টা ধরে ‘ব্লক রেইড’ চালালেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার রাত আটটার পর শুরু হওয়া অভিযান চলে রাত ১২টা পর্যন্ত।

প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে অনেক বাসায় তল্লাশি করা হয়। তল্লাশি করা হয় বিভিন্ন মেসেও। শেষ পর্যন্ত কোনো আটক ছাড়াই অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়।

নিরাপদ সড়কের দাবিতে গত সোমবার বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের- আইইউবি কাছে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২২ জনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ।

উদ্ভুত পরিস্থিতিতে তিনটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়গুলো খোলার নির্দেশ দেন।

আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ২২ ছাত্রকে ক্ষমা করে দিয়ে মুক্তি দেয়ার আহ্বান জানালে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি তার এখতিয়ারে নেই। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে উত্তেজনা চলছে।

এমন পরিস্থিতিতে গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানায় সংঘর্ষের ওই ঘটনার সঙ্গে অভিযানের কোনো সম্পর্ক নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তারা এই ব্লক রেইড চালিয়েছে।

অভিযান শুরুর পর ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে পুলিশের ব্লক রেইডের কোনো সম্পর্ক নেই, নগরীর নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান।’

বৃহস্পতিবার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানও ঢাকাটাইমসকে এমন কথা বলেন। তিনি জানান, ‘পুলিশের রুটিন অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা হয়েছিল। অভিযানে কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করা হয়নি।’

ঢাকাটাইমস/০৮আগস্ট/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা আসছেন আজ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :