ওয়াশিংটনে ভেঙে পড়ল হাইজ্যাক করা বিমান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৫:৩৯

ওয়াশিংটনের সি-ট্যাক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে পালানোর সময় নিকটবর্তী স্থানে তা বিধ্বস্ত হয়। এক বিমানকর্মী বিমানটি হাইজ্যাক করে কিছুদূর উড়ে গিয়েছিলেন। তবে ওই সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলো না। খবর বিবিসির।

বিমানবন্দরে থাকা খালি বিমানটি নিয়ে উড়ে যায় ওই কর্মী। মনে করা হচ্ছে, আত্মহত্যার জন্যই এই ঘটনা ঘটায় ওই কর্মী। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনও সম্পর্ক নেই। তবে বিমানটি হাইজ্যাক করার সঙ্গে সঙ্গে তাকে তাড়া করে একটি মিলিটারি এয়ারক্রাপট। এর ঠিক পরপরই ওয়াশিংটনের ট্যাকোমায় ভেঙে পড়ে বিমানটি।

ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিমানটি ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ভয়েস রেকর্ডারে নিজেকে অত্যন্ত ভেঙে পড়া মানুষ বলে জানান ওই হাইজ্যাককারী। এছাড়া তিনি কোনো মিলিটারি এয়ারবেসে নামতে চান না বলেও জানান। শেষে তিনি একবার জানিয়েছিলেন যে তার ফুয়েল শেষ হয়ে যাচ্ছে।

ঢাকাটাইমস/১১আগস্ট/একে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :