আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ মে ২০২৪, ১৮:৩৮ | প্রকাশিত : ১২ মে ২০২৪, ১৮:১৭
ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ছবি: এএফপি-

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে ৩০০ জনেরও বেশি প্রাণহানি হয়েছে দেশটিতে। রবিবার দেশটির শরনার্থী বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বন্যায় দেশটির বাঘলান প্রদেশ ছাড়াও উত্তর-পূর্বের বাদাখশান প্রদেশ, মধ্য ঘোর এবং পশ্চিম হেরাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় বলছে, ‘উত্তর আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ছিল ৩১৫ জন এবং ১৬০০ জনেরও বেশি লোক আহত হয়েছে।’

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বাঘলান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাফ: আল-জাজিরাজাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, বন্যায় শুধুমাত্র বাঘলান প্রদেশেই ২০০ জনের বেশি মানুষ মারা গেছে, আরও অনেকেই আহত হয়েছে। যেখানে ১ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

ডব্লিউএফপি জানায়, এ ঘটনায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। তাছাড়া পানি সরবরাহ ব্যবস্থায়ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বন্যাকবলিত স্থানে চিকিৎসা দিতে দল পাঠানো হচ্ছে। তবে বন্যার কারণে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শনিবার সোশ্যাল মিডিয়া এক্সে করা এক পোস্টে বলেছেন, ‘শত শত মানুষ এই ভয়াবহ বন্যায় মারা গেছে। আহত হয়েছে বহু মানুষ। দুর্গতরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্বিদিক ছুটছেন। বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।’

বাঘলানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেদায়তুল্লাহ হামদর্দ এর আগে এএফপিকে বলেছিলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আকস্মিক এ বন্যায় মানুষ একেবারে অপ্রস্তুত হয়ে পড়েছে। অসহায় মানুষগুলো প্রাণ বাঁচাতে সামান্য জিনিসপত্রও নিয়ে যেতে পারেনি। জরুরি বিভাগের কর্মীরা, ধ্বংসস্তূপ বা কাদার নিচে কেউ পড়ে আছেন কি না, তার সন্ধান করছেন। তিনি এই পরিস্থিতিতে সবাইকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করার জন্য বলেছেন।’

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণে বন্যা সেখানে মারাত্মক আকার ধারণ করেছে। ভয়াবহ এই বন্যায় কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ৪ কোটিরও বেশি জনসংখ্যার আফগানিস্তানের ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ের বন্যায় আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষের মতে, ‘কোনো অঞ্চলকে সম্পূর্ণরূপে রেহাই দেওয়া হয়নি।’

তথ্যসূত্র: আল জাজিরা

(ঢাকাটাইমস/১২মে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :