স্মার্টফোন কিনে লাখ টাকা জিতলেন ইউনূস

স্মার্টফোন কিনে লাখ টাকা পুরস্কার পেলেন রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস। তিনি ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ চলাকালীন ফোন কিনে এই পুরস্কার জেতেন।
গত ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত চলে ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইন, যাতে বহু সংখ্যক গ্রাহক অংশ নেন। তবে এদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হন মোহাম্মদ ইউনূস। তাকে পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
অপো এ৬০ স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, যা তীব্র ভাইব্রেশন এবং কোনো বাড়তি সহায়তা ছাড়াই সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ির ঝাঁকুনির ধকল সহ্য করতে পারবে।
বিশেষ পরীক্ষায় প্রমাণিত হয়েছে ১.২২ মিটার উচ্চতা থেকে ২৬ বার ফেলার পরও এই ফোনটি থাকবে সম্পূর্ণ অক্ষত।
অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসি’র সঙ্গে অপো’র সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিঁটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।
ঢাকাটাইমস/২২মে/ইএস

মন্তব্য করুন