প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ মে ২০২৪, ১২:৫৭ | প্রকাশিত : ২৩ মে ২০২৪, ১২:২৯

ভারতে চলছে লোকসভা নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একজোট তো হয়েছে দেশটির বিরোধী দলগুলো, কিন্তু নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? এই প্রশ্নে বরাবরই নিরুত্তর ইন্ডিয়া জোট। এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বড় ইঙ্গিত দিলেন।

ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এই জল্পনার সত্যতা যাচাই করতেই প্রশ্ন করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু তিনি কোনো জবাবই দিলেন না। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কি তবে রাহুল গান্ধী? এই প্রশ্নও এড়িয়ে গেলেন সুচারুভাবে। বললেন, ‘এমন কোনো আলোচনাই হয়নি। নির্বাচনের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘ইন্ডিয়া জোট জিতলেও আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার লক্ষ্য হলো দেশকে স্বৈরাচারী শাসন থেকে রক্ষা করা। এই নির্বাচন দেশকে রক্ষা করার জন্য়। বিজেপি ক্ষমতায় এলে গণতন্ত্র শেষ হয়ে যাবে। সমস্ত বিরোধী নেতারা জেলে থাকবেন।’

এ কথা বলে কার্যত তিনি নিজেই বুঝিয়ে দিলেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম।

প্রসঙ্গত, এই প্রথম নয়। গত সপ্তাহেও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক বৈঠকে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে- জানতে চাওয়া হলে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ‘না, আমি নই।’

রাহুল গান্ধীও ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বরাবর সাসপেন্স বজায় রেখেছেন। তবে ইন্ডিয়া জোটের একটি বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে সুপারিশ করেছিলেন।

(ঢাকাটাইমস/২৩মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সৌদি আরব-মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

অরুন্ধতী রায়ের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে বিচার অনুমোদন

দক্ষিণ গাজায় হামাসের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৮ ইসরায়েলি সেনা নিহত

উত্তরাখণ্ডে টেম্পু খাদে পড়ে ১২ জনের মৃত্যু

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইউক্রেন শান্তি সম্মেলন, যোগ দিচ্ছে না চীন-রাশিয়া

গাজায় ত্রাণ প্রবেশে বাধা: ইসরায়েলি গ্রুপের ওপর মার্কিন নিষেধাজ্ঞা  

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৩৩ অনুপ্রবেশকারী আটক

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রসঙ্গে একমত জি৭ নেতারা

দ্বিতীয় মেয়াদে দ. আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত রামাফোসা

এই বিভাগের সব খবর

শিরোনাম :