লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৪, ১৭:০৬| আপডেট : ১৫ জুন ২০২৪, ২০:০১
অ- অ+

পবিত্র হজের আনুষ্ঠানিকতার মূল পর্বে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হলো আরাফার ময়দান। হজের অন্যতম প্রধান আমল আরাফার ময়দানে অবস্থান করা। ৯ জিলহজ (১৫ জুন) শনিবার ভোর থেকে আরাফায় সমবেত হতে থাকেন হাজিরা।

এদিন দুপুরে মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করেন পবিত্র হারামের ইমাম শায়খ মাহের আল মুয়াইকিলি। খুতবা শেষে দুপুরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এর মধ্য দিয়ে আরাফার ময়দানে অবস্থানের গুরুত্বপূর্ণ আমল শেষ হলো। ‍

হজের খুতবায় শায়খ মাহের আল মুকাইলি মুসলিম বিশ্ব ও বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করেন। এছাড়া ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে শহীদ ও আহতদের জন্য দোয়া করেন।

শায়খ মাহের আল মুকাইলি

এদিকে সূর্যাস্তের পর (মক্কার স্থানীয় সময় ৫টা ৫ মিনিট) হাজিরা মূজাদালিফার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সেখানে ১০ জিলহজের (১৬ জুন) সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত কিছু সময় অবস্থান করে হাজিরা কোরবানি আদায় করবেন। এরপর পবিত্র হারামে গিয়ে ১২ জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত সুবিধামতো সময়ে কাবা ঘরে বিদায়ী তাওয়াফে সাতবার প্রদক্ষিণের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

(ঢাকাটাইমস/১৫জুন/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা