লংগদুতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু, কাপ্তাই লেকে নিখোঁজ ১

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৪, ১৮:১৭| আপডেট : ১৫ জুন ২০২৪, ১৯:৫৪
অ- অ+

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাপ্তাই লেকে একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের সময় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে বোট চালকসহ চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০) ও বাচ্চু মিয়া (৩০)। তারা সবাই ভাসান্যাদম ইউনিয়নের ভাসান্যাদম এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোটচালক আক্কাস আলীকে এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ প্রশাসন।

এদিকে বিকাল তিনটার সময় আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা ১নং ওয়ার্ডে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রী। নিজের বসত ঘরের বারান্দায় বজ্রপাতে নিহত হন তিনি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করল্যাছড়ি ইউনিয়নে একজন মহিলা ও মাইনী বাজার থেকে ভাসান্যাদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।

(ঢাকাটাইমস/১৫জুন/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা