হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জিলহজ) বাদ আসর হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সারা বিশ্ব থেকে আগত হজযাত্রীরা পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে বাদ আছর উচ্চস্বরে তালবিয়া (লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক) পাঠ করতে করতে মক্কা থেকে মিনার দিকে যাত্রা শুরু করেন।
দুই টুকরা সেলাইবিহীন সাদা কাপড় পরে হজের নিয়ত করে হজযাত্রীরা মিনার উদ্দেম্যে রওনা হন। বাসে, গাড়িতে, পায়ে হেঁটে মক্কা থেকে ৯ কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। মিনায় যাওয়ার পুরো রাস্তায় ছিল হজযাত্রীদের স্রোত।
সাদা সেলাইহীন ইহরাম বাঁধা পোশাকে লক্ষাধিক হজযাত্রী তাদের ৫-৬ দিনের হজযাত্রার প্রথম ধাপে বৃহস্পতিবার রাতে তাঁবুর নগরী মিনায় যাত্রা শুরু করেন। এদিন পবিত্র নগরী মক্কা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
সারা বিশ্ব থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী এখন মক্কায়।
হজযাত্রীরা তাঁবুর নগরীতে শুক্রবার (৮ জিলহজ) তারবিয়া দিবস কাটাবেন। তারা তারবিয়ার দিনটি তাদের তাঁবুতে প্রার্থনা এবং ধ্যানের মধ্যে কাটাবেন শনিবার আরাফাতে দাঁড়ানোর প্রস্তুতির জন্য।
গ্র্যান্ড মসজিদ তথা কাবা থেকে ৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনায় হজযাত্রীরা জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজরের নামাজ পড়েন। তারা রসূলুল্লাহন (সা.) রীতি অনুসরণ করে জোহর, আসর ও এশার নামাযকে দুই রাকাতে সংক্ষিপ্ত করেন।
গ্র্যান্ড মসজিদ থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে মক্কা এবং মুজদালিফার মধ্যে অবস্থিত মিনা। এটি উত্তর ও দক্ষিণ উভয় দিকে পাহাড় দ্বারা বেষ্টিত একটি উপত্যকা। এখানে কেবল হজের সময়কালেই অবস্থান করা হয়।
হজযাত্রীরা মিনায় অবস্থান শেষে ৯ জিলহজ সেখানে ফজরের নামাজ আদায় করে প্রায় আরাফাতের ময়দানে যাবেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিরা। এরপর প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরবেন।
মিনায় বড় শয়তানকে পাথর মারবেন হাজিরা। সেখানে কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন করবেন। তারপর মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে আবার মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন। সেখানে প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হজ অফিস ও হজ আইটি দল মিনাতে পৌঁছেছেন এবং তাঁবুতে অফিস স্থাপন করে নিজ নিজ কার্যক্রম শুরু করেছেন।
(ঢাকাটাইমস/১৪জুন/এফএ)

মন্তব্য করুন