ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম

কয়েক দিন আগে অভিনেতা সিদ্দিককে মারধর ও লাঞ্ছিত করে রাজধানীর রমনা থানায় সোপর্দ করা হয়। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চর্চা চলছে। এ নিয়ে নানাজন প্রতিবাদ জানিয়েছেন। এবার বিষয়টি নীরবতা ভাঙলেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। পাশাপাশি নিজের পোশাক বিতর্ক নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। সিদ্দিকের বিষয়ে মিমকে প্রশ্ন করা হলে স্পষ্ট করে তিনি বলেন, “তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নন, তাই এই বিষয়ে কিছুই বলতে চাই না।”
ডিভোর্সের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা, আবেদনময়ী উপস্থিতির জন্যও আলোচনায় রয়েছেন মিম। সমালোচনা সত্ত্বেও তিনি নিজের মতো করে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। গতকাল সেলিব্রেটিদের নিয়ে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পোশাক বিতর্ক নিয়েও মুখ খোলেন এই মডেল ও অভিনেত্রী।
মারিয়া মিম বলেন, “আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এই ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে।”
পোশাক নিয়ে মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বলিউডের কেউ ছোট পোশাক পরলে প্রশংসা করা হয়, কিন্তু আমরা পরলে সেটা ভালো লাগে না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত। মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে।”
“ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে। যারা ফিট না, তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে।”— যোগ করেন মিম।
বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম ২০১২ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান আরশ হোসেন। বিবাহবিচ্ছেদের মাধ্যমে সেই ভালোবাসার ইতি ঘটে ২০১৯ সালের শেষের দিকে।
(ঢাকাটাইমস/০৬মে/এলএম/এমআর)
মন্তব্য করুন