‘যুগান্তকারী’ বাণিজ্য চুক্তিতে যুক্তরাজ্য ও ভারত

প্রায় তিন বছর ধরে আলাপ-আলোচনার পর ‘যুগান্তকারী’ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য ও ভারত। এটি ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার বাইরে ভারতের প্রথম চুক্তি। এ চুক্তির ফলে যুক্তরাজ্যের কোম্পানিগুলোর জন্য ভারতে মদ, গাড়িসহ অন্যান্য পণ্য রপ্তানি সহজ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, পোশাক, জুতাসহ বেশকিছু পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করার ক্ষেত্রে ভারতও করছাড় পাবে। তবে এই চুক্তির ফলে অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের কর্মকর্তারা।
গত সপ্তাহে লন্ডনে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বৈঠক করেন।
ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন, চুক্তিটি কার্যকর হলে যুক্তরাজ্যের ভোক্তা ও ব্যবসায়ীরা ব্যাপক সুবিধা পাবে।
প্রসঙ্গত, গত বছর যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে প্রায় ৪১ বিলিয়ন পাউন্ডের মতো বাণিজ্য হয়েছিল। চলতি বছর এই সংখ্যা আরও বাড়বে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। তবে চুক্তি কার্যকর হলে ২০৪০ সালের মধ্যে বছরে অতিরিক্ত ২৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড (৩৪ বিলিয়ন ডলার) বাণিজ্য করা সম্ভব হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সরকার।
এই চুক্তির প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই যুগান্তকারী চুক্তিগুলো আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং আমাদের উভয় অর্থনীতিতে বাণিজ্য, বিনিয়োগ, প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনকে অনুপ্রেরণা দেবে।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমারও এই অর্জনের প্রশংসা করে বলেছেন, ‘আমরা এখন বাণিজ্য ও অর্থনীতির জন্য একটি নতুন যুগে প্রবেশ করছি। এর অর্থ হল যুক্তরাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য আরও দ্রুত এবং আরও এগিয়ে যাওয়া।’
সূত্র: এনডিটিভি, বিবিসি
(ঢাকাটাইমস/০৬মে/এমআর)

মন্তব্য করুন