হাসিনামুক্ত বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়াকে বরণ করেছি, এরচেয়ে বড় প্রাপ্তি নেই: মাহাবুবুল হক নান্নু

বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেছেন, ‘লন্ডনে চিকিৎসা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার শেখ হাসিনামুক্ত বাংলাদেশে এতটা সম্মানের সঙ্গে বরণ করেছি, এরচেয়ে বড় কোনো প্রাপ্তি নেই আমাদের।’
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা নিয়ে তাকে অভ্যর্থনা জানান মাহাবুবুল হক নান্নু। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও মানুষের দোয়ায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা নিয়ে সম্মানের সঙ্গে আমাদের মাঝে এসেছেন। এজন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি।’
তিনি আরও বলেন, ‘বরিশালবাসীর পক্ষ থেকে আমরা খালেদা জিয়াকে স্বাগত জানাই এবং দোয়া করি আল্লাহ যেন দেশনেত্রীকে দীর্ঘায়ু দান করেন। তিনি যেন পূর্বের মতো আবার রাজনীতিতে সক্রিয় হয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।’
এসময় ফ্যাসিবাদমুক্ত আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপন ভাইকে হারানোর কথা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন নান্নু।
প্রসঙ্গত, লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর এদিন সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। পথে-পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়ি বহর।(ঢাকাটাইমস/০৬মে/এলএম/এমআর)

মন্তব্য করুন