ছাই-রঙ দিয়ে গবাদিপশু মোটাতাজাকরণ ওষুধ বানাতেন পিতা-পুত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৪, ২০:৫৯
অ- অ+

শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড়ের সাবান ফ্যাক্টরি গলির একটি বাসায় অভিযান চালিয়ে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি সংক্রান্ত ভেজাল ওষুধের বড় একটি কারখানায় অভিযান চালিয়ে বাপ ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পিতা আব্দুল গাফফার, ছেলে তানভীর ও কর্মচারী নাঈমুজ্জামান।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কয়েক শতাধিক প্লাস্টিকের বোতল, স্টিকার, ড্রাম ভর্তি বিভিন্ন কেমিক্যাল, পাউডার, বস্তা ভর্তি সোডিয়াম লবণ, বালতি, মগ ও স্প্রে উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, চকবাজার ও মিটফোর্ড এলাকা থেকে বিভিন্ন রকম ছাই ভস্ম, জেল, রঙ, কেমিক্যালসহ বিভিন্ন উপাদান ব্যবহার করে তারা গবাদিপশুর জন্য ঝুঁকিপূর্ণ এই ওষুধ তৈরি করেন।

ডিএমপির গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটির এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইউরো সাইন্স ফার্মা নামক কোম্পানির ব্যানারে ওয়ারী এলাকার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে অনলাইনে এবং অফলাইনে জমকালো বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগ এবং গবাদি পশুর ওষুধ এবং ফুড সাপ্লিমেন্ট পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় করছিল। বিজ্ঞাপনে তারা বিদেশ থেকে আমদানিকৃত ভেটেরিনারি ওষুধ বাজারজাতকরণ করার কথা বলে অভিজ্ঞ ডিস্ট্রিবিউটর/বিক্রয় প্রতিনিধি নিয়োগের কথা জানায়।

মশিউর রহমান জানান, গবাদি পশুর ওষুধ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করতে থাকা এই কোম্পানিটি ইউরোপের বিভিন্ন দেশ থেকে গবাদি পশুর জন্য রুচি বর্ধক, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা পত্রের জন্য সিরাপ এবং ট্যাবলেট ইত্যাদি আমদানি করার কথা অফলাইনে অনলাইনে প্রচার করে বেড়ালেও তারা মূলত চকবাজার ও মিটফোর্ড এলাকা থেকে বিভিন্ন রকম ছাই, ভস্ম, জেল এবং রঙ ক্রয় করে। চকবাজার থেকে কেজি ধরে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। তারপরে ফকিরাপুলের বিভিন্ন প্রিন্টিং প্রেস থেকে বিদেশী হলোগ্রাম ও স্টিকার বানিয়ে প্লাস্টিকের বোতলে সেটে দেয়। আর এভাবেই তৈরি করে গবাদিপশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঔষধ।

গবাদিপশু এই ওষধ মিশ্রিত খাবার দানবের মতো খেলেও তা পশুগুলোর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষের জন্য পরবর্তীতে ঝুঁকিপূর্ণ হতে পারে। এ সংক্রান্তে শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পৃথিবীর একমাত্র প্রাণী যার দুধের রঙ কালো, নাম শুনলে চমকে উঠবেন
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
এক দিনে ইয়েমেন লেবানন সিরিয়া ও গাজায় আক্রমণ, ৫৪ ফিলিস্তিনি নিহত
আম গাছ পাকা নাকি কার্বাইডে পাকানো? চেনার সহজ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা