কলকাতায় শপিংমলে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ১৬:০০| আপডেট : ১৪ জুন ২০২৪, ১৬:০৫
অ- অ+

পশ্চিমবঙ্গের কলকাতায় অ্যাক্রোপলিস শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক ভাবে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতার কসবা এলাকায় ২২তলা ভবনটি আগুন লাগে। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল এটি। এখানে রয়েছে বহু নামী ব্র্যান্ডের শোরুম। ওপরে রয়েছে বড় ফুড কোর্ট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শপিংমলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। আগুন লাগার মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। দেন মানুষজন এতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গেছে।

এদিকে কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গেছে। অসুস্থদের কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। আতঙ্কে অনেকে কালো ধোঁয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকেন। বাকিদেরও তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়।

প্রত্যক্ষদর্শীদের এক জন জানান, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়।

পুলিশ এবং দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভিতরে কেউ আটকে নেই।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, কী কারণে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হবে। ফরেন্সিক দলকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সেপ্রেস, আনন্দবাজার

(ঢাকাটাইমস/১৪জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা