মিয়ানমার আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে: জিএম কাদের

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৪, ২৩:৪৫
অ- অ+

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সেন্ট মার্টিনে মিয়ানমার যুদ্ধজাহাজ নিয়ে এসে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে। এতে ওই এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি সত্যিই দুঃখজনক।

শনিবার বিকেলে ঈদ উপলক্ষে চার দিনের সফরে রংপুরে আসেন জি এম কাদের। রংপুর পৌঁছে তিনি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

জি এম কাদের বলেন, ‘এর আগে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে, আমি প্রশ্ন করতাম।’

সংসদে উত্থাপিত জাতীয় বাজেট প্রসঙ্গে সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘সরকার যে বাজেট করেছে, তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এ বাজেটে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন করা হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতিধনী হচ্ছে আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘স্বাধীনতার পর কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে তার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা করেছে সরকার। তারা উচ্চাভিলাষী মেগা প্রকল্প করে। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়ায়। এগুলো অর্থের বিরাট অপচয়। তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।’

বাজেট করছাড় ও করারোপ প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘বর্তমানে করছাড়ের সুফল পাচ্ছেন ব্যবসায়ীরা। অপর দিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলেছে। কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। তাই এই নীতি কোনো কাজে আসবে না।’

জিএম কাদের আরও বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে। অথচ দেশে গ্যাসের বিশাল মজুত রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ-গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস-সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে দেশে বেকারত্ব বাড়ছে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জুন/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা